গত কয়েক বছরে কোনরূপ কার্পেটিং না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাতক্ষীরা- কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান।
কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর মহিলা কলেজ থেকে নলতা চৌমুহনী পর্যন্ত রাস্তারটির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের হাজার হাজার পরিবহন। রাস্তার উপর সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় খাদ। অল্প বৃষ্টিতে পানি জমে একাকার হয়ে যাচ্ছে এসব খাদ গুলো। ঘটছে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা।
মাঝেমধ্যে ভারী পরিবহন গুলো রাস্তার উপরে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। ফলে সৃষ্টি হচ্ছে সীমাহীন যানজট। ঘন্টার পর ঘন্টা কাঁচামাল বাহি ট্রাক গুলো দাঁড়িয়ে থাকার পরে সৃষ্টি হচ্ছে কাঁচামালের পচন। কোন কোন সময় পরিবহনগুলোকে ঘুরে আসতে হচ্ছে কালীগঞ্জ তারালি হয়ে নলতায়। যা অনেক ব্যয় ও সময় সাপেক্ষ ব্যাপার।
তাই সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের নিমিত্তে রাস্তাটির দ্রুত সংস্কার করার জোর দাবি এলাকাবাসীর।