1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

নওগাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শিবিরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’র নামে দেশব্যাপী নাশকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার তত্ত্বাবধানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল দয়ালের মোড় পর্যন্ত অগ্রসর হয়ে আবার কলেজ প্রাঙ্গণে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী ও নওগাঁ জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুর রাকিব হাসান। তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। শিক্ষিত সমাজকে এসব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজ শিবিরের সভাপতি দেওয়ান মোঃ নওফেল আলী, কলেজের শিক্ষার্থী জারিফ শাহরিয়ার, জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক রায়হান ইসলামসহ বহু নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের শান্তি, ন্যায়বিচার ও শিক্ষার আদর্শ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে নাশকতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com