নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তার আপন ছেলে তোজাম্মেল হক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী সাইফুল ইসলাম বলেন, গত রমজান মাসে তার একমাত্র উপার্জনের মাধ্যম চার্জার চালিত অটো ভ্যান তার নিজ বাড়ি থেকে চুরি হয়। ঘটনার প্রায় ১মাস পেরিয়ে যাওয়ার পর গত ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যান চুরির বিষয়ে সাইফুল ইসলামের ছেলে রুবেলকে সন্দেহ করে তার কাছে জানতে চাইলে রুবেলের বড় ভাই তোজাম্মেল হক রাগান্বিত হয়ে তার বাবা সাইফুল ইসলাম সহ তার সৎমা ও সৎ ভাই মুনমুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গালিগালাজের একপর্যায়ে তোজাম্মেলের শশুর মো:মুর্তুোজা সাইফুল ইসলাম ও তার ছোট ছেলে মুনমুনকে মারধর করে।
অভিযোগকারী সাইফুলের স্ত্রী মোছাম্মৎ মাসুমা আক্তার বলেন, এ ঘটনার পরের দিন ১১ এপ্রিল শুক্রবার সকাল প্রায় ৭টার সময় অভিযুক্ত মর্তুজা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের একপর্যায়ে তাকে মারধর করে।
এ ঘটনায় আজ শনিবার সকাল ১০টায় গ্রামবাসীদের কাছে জানতে চাইলে নিলা বলেন, ঘটনা যখন ঘটে তখন আমরা ছিলাম না।তবে জানা যায় অটো ভ্যান চুরিকে কেন্দ্র করে সাইফুল ও তার ছেলে মুনমুনকে রাজাপুর গ্রামের বাসিন্দা মোর্তোজা ও মাইনুল কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি করে।
অপর এক গ্রামবাসী একরামুল বলেন, এ ঘটনার পরের দিন মর্তুজা সকালে সাইফুলের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মাসুমা আক্তার এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মুর্তোজার পথ আটকিয়ে মাসুমা ও তার ছেলে মুনমুন মারধর করে।
সাইফুলের ছোট ছেলে মুনমুন বলে, গত ১১ এপ্রিল শুক্রবার সকালে তার মা মোছা: মাসুমা আক্তারকে অভিযুক্ত মোর্তজা মারধর করে, একজন মহিলা মানুষকে মারধর করা দেখে রাস্তার লোকজন মোর্তজাকে মারধর করে।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।