নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৪টি নার্সারীতে উৎপাদনকৃত হাজার হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করেছে । ২০২৪- ২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারী/ ব্যক্তিমালিকানা নার্সারি মালিকদের ক্ষতিপুরন সহায়তা বাবদ পুনর্বাসন কর্মসূচির আওতায় এই চারা গুলি ধ্বংস করা হয়। সোমবার সকাল ১১ টায় পাহাড়পুর ইউনিয়নের ভাই ভাই নার্সারী, বিউটি নার্সারী, পাহাড়পুর মোড় সংলগ্ন ভাই ভাই নার্সারী, দুর্গাপুর নার্সারী এই ৪টিতে সংরক্ষিত হাড়ার হাজার ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়। ইউক্যালিপটাস গাছ প্রাকৃতিক ভাবে ক্ষতিকর। একটি গাছ প্রতিদিন ৭০/৮০ লিটার পানি শোষণ করে এবং অক্সিজেন গ্রহন করে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো, সাবাব ফারহান, কৃষি উপসহকারী কর্মকর্তাসহ সাংবাদিক বৃন্দ। নার্সারী মালিকরা জানান, “চারাগুলো তৈরী করতে অনেকখরচ হয়েছে”। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “সকল নার্সারীতে চারা ধ্বংস করা হয়েছে নার্সারী মালিকরা সরকারের পক্ষ থেকে ক্ষতি পুরন পাবেন।”