নকলা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের অধীনস্থ ৯ নম্বর চন্দ্রকোণা ইউনিয়ন শাখায় ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ হেলাল উদ্দিন মেম্বারকে আহ্বায়ক ও মোঃ নজরুল ইসলাম হায়দরকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
রবিবার ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন নকলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ও সদস্য সচিব জাহিদুল হাসান রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল হক, নকলা পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম, সদস্য সচিব মোঃ নজিবুর রহমান নয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।
এছাড়াও প্রধান অতিথিহিসেবেউপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও শেরপুর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে চন্দ্রকোণা ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।