1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় (ইজিপিপি) শ্রমিকদের নাম কর্তন করার অভিযোগ উঠেছে মাত্র ১০০ টাকার জন্য প্রাণ গেল তামিমের, মঠবাড়িয়ায় আলোচিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার বাড়ীর ছাদে ধান শুকানোর সময় অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু শ্রীপুরে দুই ভাতিজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় কর্মশালা সাম্য হত্যার বিচার চেয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক রিনি ভূগর্ভস্থ পানি নিয়ে যত কথা গাজীপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার: আন্দোলনে পঙ্গুত্ব, সহিংসতায় উস্কানির অভিযোগ মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; নিহত ১: আহত ২

নজরুল বিশ্ববিদ্যালয়ে নান্দনিক আয়োজনে রবীন্দ্র-জয়ন্তী উদযাপন

মো:ইরান মিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনের পর বিশ্বকবির জীবন ও কর্মভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য রবীন্দ্রনাথের সাহিত্যচেতনা ও তার বৈশ্বিক প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথের মধ্যে দার্শনিক চিন্তা, সমাজ চিন্তা সবকিছুই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বাংলা সাহিত্যকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সাহিত্য বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, পত্রাবলী, স্মৃতিকথা, আত্মজীবনী, সঙ্গীত সাহিত্য সকল শাখায়ই তাঁর লেখনীতে সার্থকভাবে প্রকাশ পেয়েছে। একাধারে তিনি সাহিত্য রচনা করেছেন সেই সাথে তিনি করেছেন পত্রিকা সম্পাদনা, ছিলেন সমাজ সচেতন এক দার্শনিক। তিনি ছিলেন শিক্ষানুরাগী, চিত্রশিল্পী এবং প্রজাভক্ত জমিদার।” উপাচার্য আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই নয় বরং অন্যদেরও প্রসিদ্ধ করেছেন। আমাদের দেশের হাছন রাজা ও লালন শাহ্ তাদের মধ্যে অন্যতম। তাঁদের ছাড়াও আরও একজন কবি প্রতিভাকে বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অন্তদৃষ্টির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা দেখতে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন নজরুলের প্রতিভা কোন সাধারণ প্রতিভা নয়, তাঁর প্রতিভা একদিন ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। রবীন্দ্রনাথ তাঁর লেখা গ্রন্থ নজরুলকে উৎসর্গ করেছিলেন আবার নজরুলও তাঁর গন্থ রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন।” সবশেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কবির ভাষায় বলেন, “সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মাঝে আমার প্রকাশ তাই এতো মধুর।” আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রবীন্দ্র বক্তৃতামালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র-গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ। এছাড়া বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র-জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য-সচিব ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য: চণ্ডালিকা পরিবেশিত হয়। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com