প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও লিখিত অভিযোগের পরও,সমাধান পাচ্ছেনা ৪০০ পরিবারের নিয়ে গঠিত সওদাগর পাড়ার বাসিন্দারা।
লেমুয়ার বুক চিরে বয়ে যাওয়া কালিদাস পাহালিয়া নদীর পূর্ব পার্শ্বে এ সওদাগর পাড়ার অবস্থান।নদীর তীরবর্তী জনপদ হওয়ায়,একটু বৃষ্টি হলে স্বাভাবিক জীবন যাপন অস্বাভাবিকে রুপান্তর হয়।সওদাগর পাড়া,ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এ অবস্হিত। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা থেকে শুরু হয়ে,২৪ এর বন্যা এবং ২ দিন আগের ভারী বৃষ্টি পাতের কারণে,এ পাড়া এখন বিলীন হওয়ার পথে।সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক বারেক চেয়ারম্যানের বাড়ির(পচি সওদাগর বাড়ী) পেছনের এলাকা ভয়াবহ নদীভাঙ্গনের শিকার হয়েছে। সাম্প্রতিক বন্যার পর থেকে ওই এলাকার প্রায়, ১২ গন্ডিয়া নামক ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন এখন বসতভিটার একদম নিকটবর্তী হওয়ায়,ঐ বাড়ীর স্হায়ী বাসিন্দা ও এলাকার স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।২৪ এর বন্যার পর এলাকাবাসী ও ব্যাক্তি উদ্যোগে প্রশাসনের নিকট অভিযোগ দিলেও,তা আমলে নেয়নি বলে স্হানীয়দের অভিযোগ।ঐ সময় দ্রুত কার্যকরী পদক্ষেপ নিলে,আজ তাদের সম্পদ হারাতে হতোনা।
এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙ্গনরোধী ব্যবস্থা গ্রহণ না করলে আরও বহু ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এমতাবস্থায়,সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি এলাকাবাসীর অনুরোধ,অতি দ্রত নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।বিলীন হওয়ার পথ থেকে লেমুয়া সওদাগর পাড়া কে উদ্ধার করুন।