বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। প্রাপ্ত তথ্যে জানা যায় ১৯ শে মে (সোমবার) নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এর নির্দেশনায় এবং সঙ্গীয় ফোর্সসহ রাতভর অভিযান পরিচালনা করে নন্দীগ্রাম থানার নাশকতা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সকল আসামী ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল মমিন (৪৫), আব্দুর রহিমের ছেলে আবু সিদ্দিক (৩৫), লোকমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মকবুল হোসেনের ছেলে লায়েব আলী (৪০)। আজ দুপুর সাড়ে ১২টায় নাশকতা মামলায় গ্রেফতারকৃত সকল আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।