আওয়ামী ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ এই বিজয় মিছিল সফল করতে উপজেলা বিএনপির ডাকে নন্দীগ্রামের বিভিন্ন স্থান থেকে ছুটে আশা হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা এই বিজয় মিছিলে অংশ নেয়।মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। বিজয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডারের সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, আজ এমন একটি দিন যা দীর্ঘ ১৭ বছর অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ২৪ এর এক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। গণঅভ্যুত্থান ঘটাতে গিয়ে আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া কমল মতি শিক্ষার্থীরা সহ অসংখ্য ভাইবোনদের তর তাজা প্রাণ ঝরে গেছে, স্বৈরাচার হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি করে দিয়েছে। গুলি খেয়ে আজও হসপিটালের বেডে শুয়ে আছে আন্দোলনরত আমার অনেক শিক্ষার্থী ভাইয়েরা। হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের পেতআত্মারা এখনো বিশৃংখলা তৈরীর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সকল ভাই ও বোনেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ২৪ এর লাল স্বাধীনতা এনে দিয়ে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
বিজয় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু। উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র শ্রী-সুশান্ত কুমার শান্ত, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি’র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।