নরসিংদীর পলাশ উপজেলায় একজন লোক প্রিয় কবি এবং লেখক হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার খানেপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত কবি হাসনাইন হীরা। ঘটনার পর সামাজিকমাধ্যমে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ দেখা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে বালিয়া মোড় থেকে পলাশ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে খানেপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধে কাঁটাতার ব্যবহার করে। কাঁটা তারটি গলায় লেগে গেলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং তার গলায় গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একজন পল্লী চিকিৎসকের কাছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কবি হাসনাইন হীরা জানান, এটি পূর্বপরিকল্পিত হামলা বলে তার মনে হচ্ছে। তিনি বলেন, “তারা আগে থেকেই জাল বিছিয়ে ছিল। কেন এ হামলা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।” পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কবি হাসনাইন হীরার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলেও তিনি প্রায় এক যুগ ধরে নরসিংদীতে বসবাস করছেন। ২০২০ সালে তার কাব্যগ্রন্থ ‘বাঁক বাচনের বৈঠা’ জেমকন তরুণ কবিতা পুরস্কারে ভূষিত হয়।