আজকে সকাল ১১ টা ঘটিকায় নরসিংদী রেলওয়ে স্টেশনে একটি যুবককে অস্ত্রসহ দেখা গেলে আশেপাশে লোকজন তাৎক্ষণিক ডিবি বাহিনীকে উক্ত খবরটি ফোন দিয়ে জানায়। কিছুক্ষণের ভিতরে ডিবি বাহিনীর যুবকটিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে রেল লাইনের উপরে অস্ত্রসহ আটক করে এবং তাকে আইনের আয়তে আনে।