নরসিংদী বাসাইল শাপলা চত্বর জামে মসজিদটি দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর একজন আলেমের সুপরামর্শে সাংবাদিক আ:ছাত্তার মিয়া এ মসজিদটিতে এসে ওনার ভেরিফাইড ফেইসবুক আইডি হতে লাইভে আসেন এবং কয়েকটি ওয়েব সাইট এবং ই পত্রিকায় সংবাদ প্রচার করেন তার ফল শ্রুতিতে দুই পক্ষের মামলার বিরোধমান বিষয়টি মিট হয়ে প্রথমে এক পক্ষ হঠাৎ করে তার পক্ষে মুসল্লিদের নিয়ে ছোট একটি ব্যানার টানিয়ে উদ্বোধন করে রাতে এশার নামাজ আদায় করেন, এবং বিভিন্ন টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ায় ঢালাও ভাবে সংবাদ প্রচার করা হয়।
পরবর্তীতে নরসিংদীর জনপ্রিয় সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি মহোদয় মসজিদটি খোলার আল্টিমেটাম দেন। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার, সাংবাদিক ও সংবাদ কর্মী একাধারে সংবাদ প্রকাশ করেন। এই শিক্ষাবান্ধব সাংবাদিক আ: ছাত্তার মিয়া ভাই শাপলা চত্তর মসজিদটি খোলার সাথে আমি ও সহযোদ্ধা ছিলাম।অনেক মুসল্লী এখন নামাজ পড়ে দোয়া করছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন একাধিক ফেইসবুক ফলোয়ার সাংবাদিক আ: ছাত্তার মিয়া ভাই হলো শাপলা চত্বর মসজিদ খোলার জন্য ব্যপক সাহায্য করেন। ফেইসবুক আইডি হতে লাইভে এসে নিউজ করে সাহসিকতার পরিচয় দেন। এ ব্যাপারে সাংবাদিক ছাত্তার ভাইয়ের সাথে আলাপ করলে তিনি বলেন, এটার আমার একক কোন সাফল্য না সকলের সহযোগিতার উপর আল্লাহর নির্দেশে এটা খুলে দেওয়া হয়েছে।