ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার( ৭ জুলাই) রাত আটটার দিকে উপজেলার টিএন্ডটি সড়কে অভিযান চালিয়ে রাহাত হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়,এসময় তার কাছে একশত পনের পিচ ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই করুন বিশ্বাসের নেতৃত্ব অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্য একজন সন্দেহজনক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত রাহাত হাওলাদার( ২২) নলছিটি উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি( ৩ নং ওয়ার্ড) গ্রামের মো. শাহ আলম হাওলাদারের পুত্র।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি হয়েছে।