বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্হলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামের ৪৫ বছরের এক জনের পা বিচ্ছিন্ন হয়েছে।
তিনি স্হানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি,
তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত বিক্ষত হয়েছে। আজ ২৯ মার্চ দুপুরে বাংলাদেশ -মিয়ানমার সীমান্তের চাকঢালা ৪৪নং সীমান্তে পিলারের ওপারে অন্তত ২০০মিটার মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানা যায় মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি-পার সোনাল মাইন স্হাপন করে।
মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্ব পূর্ণ আশে পাশে এলাকায় এই মাইনের বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি চাকঢালা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সালাম গুরুত্বর আহত হয়ে পা হারিয়েছে । নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যাক্তি লাকরি কাঠার জন্য অবৈধ ভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে দূর্ঘটনার কবলে পড়ে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।