কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহানুর জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বে-সরকারি) সমিতি।২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর দায়িত্ব পালনকে স্বাগত জানান। তাঁরা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নাগেশ্বরীর সামগ্রিক উন্নয়ন—বিশেষ করে শিক্ষা খাতের মানোন্নয়ন—আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মো. জাহিদুল ইসলাম খান, সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহবায়ক খায়রুল আলম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দুদুসহ আরও অনেকে।
শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও জনাব শাহানুর জামান সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নাগেশ্বরীর উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসন ও শিক্ষকদের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
শিক্ষকরা জানান, তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও শৃঙ্খলাপূর্ণ ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
নব ইউএনওর প্রতি সমিতির এই শুভেচ্ছা বিনিময় স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।