কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১২ নভেম্বর (২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ও নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিল। তাদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা অনুযায়ী মামলা রয়েছে।
গ্রেফতার কৃত দের নামে নাগেশ্বরী থানার এফআইআর নং–১৪, তারিখ–১৭ অক্টোবর ২০২৫, এবং জি আর নং–২০১, তারিখ–১৭ অক্টোবর ২০২৫–এর অধীনে মামলা দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ধারা ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী দায়ের করা হয়েছে।
গ্রফতারকৃত আসামি দ্বয় হলো মোঃ আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭) তিনি রামখানা ইউনিয়ন যুবলীগের সদস্য। তার বাড়ি দক্ষিণ রামখানা (সিন্দুরমতি), থানা–নাগেশ্বরী, জেলা–কুড়িগ্রাম।অপর আসামি মোঃ নজির হোসেন (৪২) তিনি সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ওয়ার্ড নং–০৩)। তার বাড়ি ধনীগাগলা (মরাগাগলা), থানা–নাগেশ্বরী, জেলা–কুড়িগ্রাম।
নাগেশ্বরী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ–এর সক্রিয় সদস্য এবং তারা এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা ও সহিংস কার্যক্রম পরিচালনার চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা জানান “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। তারা নাশকতা পরিকল্পনায় জড়িত ছিল। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, জেলার অন্যান্য এলাকাতেও নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।