কুড়িগ্রামের কথিত সাংবাদিক আলমগীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার প্রকৃত সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে ও চাঁদাবাজির বিরুদ্ধে শনিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ওমর ফারুক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এস সাগর, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খান জাহিদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, নয়া দিগন্তের প্রতিনিধি খলিলুর রহমান, কালবেলার প্রতিনিধি আব্দুল মোমেন, একাত্তর বাংলা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু, এশিয়ান টেলিভিশনের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, আমার দেশ-এর প্রতিনিধি বাবুল জামান, জনকণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান এবং চ্যানেল এস-এর প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও আরও অর্ধশতাধিক সংবাদকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।