বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে (সাবেক টাউন হাইস্কুল) চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি হয়েছেন আবুল বাসার খান (সুমন খান) এবং সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন মুহাম্মদ জাকির হোসেন ও অভিভাবক সদস্য মুহাম্মদ হাদিউল ইসলাম। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এসআরও নং-৭৩ আইন/২০২৪-এর (৬৪) ধারা অনুযায়ী নিম্নলিখিত সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল-এর এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এ কমিটির মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ করা হবে। আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, সভাপতি নাজিরুল ইসলাম এডহক কমিটির বরাবর প্রেরণ করা হয়েছে বলেও আদেশে উল্লেখ্য করা হয়। আদেশে আরো বলা হয়, শিক্ষানুরাগী, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মানবিক গুণাবলী সম্পন্ন, বাজিতপুর উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সাবেক সভাপতি, সৎ ও নিষ্ঠাবান ক্যাটাগরীর সদস্য হিসেবে সভাপতি নির্বাচন করা হয়েছে।