নাটোরের বাগাতিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ২ টার দিকে দয়ারামপুর তালতলা কাজিদিয়ারগ্রামের আব্দুল মড়িদ পিতা আবুল হোসেন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাফেজ রাকিবুল ইসলাম (রাকিব) জানান, বৃহস্পতিবার ২ টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪/৫ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আ. রাজ্জাক জানান, আগুনে তিনটি আধাপাকা ঘর, একটি রান্না ঘর, একটি গোয়াল ঘর গরু, ঘরে থাকা ধান-চাল, কাপড়-চোপড়, ফিরিজ জিনিসপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।