নানান আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ মে) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ দিন সকাল ৯টায় একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টিএসসিসিতে এসে শেষ হয়।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক তানজিল ভুইঁয়া বলেন, ইউনিস্যাব মানবসেবামূলক কাজগুলো করে থাকে, রাজশাহী ডিবিসনে প্রতি বছর শীতার্তদের, ইদের সময়
মানবসেবার পাশাপাশি সকল সদস্যরা বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে, যাবতীয় লিডারশীপ দক্ষতা সকল দিকেই কাজ করে যাচ্ছে। ড্রিম অরেঞ্জ, কিল ইট, লেটস থিংক, ট্যালেন্ট হান্ট’র মতো বড় বড় প্রোগ্রাম করে।
ইউনিস্যাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন বলেন, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা থাকা অবস্থায় সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সংগঠনের সাথে থাকার ফলে যে পরিমাণ সহশিক্ষা কার্যক্রম শিখতে পারবা শিক্ষা শেষ করে কর্মজীবনে যাওয়ার পর সেখানে ইতিবাচক প্রভাব ফেলবে।
যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্য রেখে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী বিভাগ।