বিচারের নামে অবিচার হয়,নারী কোথাও নিরাপদ নয় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের কন্ঠস্বর মঞ্চ ও দূর্বার নেটওয়ার্ক পটুয়াখালী নারী পক্ষের সহযোগিতায় ১০ অগ্রহায়ন ১৪৩১/২৫ নভেম্বর ২০২৪ ইং তারিখে পটুয়াখালী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক মানব বন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার শিক্ষা অফিসার জনাব মজিবুর রহমান, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি,দূর্বার নেটওয়ার্ক এর সদস্য আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর,জাগরনী মহিলা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কোহিনুর রেজভী, তারুণ্যের কন্ঠস্বরের উপদেষ্টা জহিরুল ইসলাম, নারী পক্ষের প্রতিনিধি মোঃ মাসুদ রানা শিবলী, বাংলা টিভি ও কালবেলার জেলা প্রতিনিধি ইশরাত হোসেন লিটন,তারুণ্যের কন্ঠস্বরের সকল সদস্য সহ স্কুলের সকল শিক্ষার্থী।সভায় বক্তারা নারীদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন হতে এবং নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।সভার নারীদেরকে সাথে নিয়ে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ব্যাক্ত করে সভা সমাপ্তি ঘোষণা করেন।