শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর পানিহাটা এলাকায় বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার পানিহাটা এলাকায় ওই ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট শহরের আহমেদ আলীর ছেলে ইফতাখারুল করিম নিহান (১৯) ও ময়মনসিংহের শহরের হুমায়ুন কবিরের ছেলে এসএম সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে হালুয়াঘাট থেকে নিহত ২ ভাইসহ পরিবারের ১২ সদস্য নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। ওইসময় ভারত থেকে নেমে আসা ভোগাই নদীতে গোসল করতে নেমে পড়েন। ওইসময় নিহান ও সাজিত সাতার না জানায় নদীর ভাটিতে ডুবে যায়। পরে সঙ্গে থাকা লোকজন নদীতে খোঁজে না পেয়ে এলাকাবাসিকে খবর দেন। পরে নিখোঁজের তিন ঘন্টা পর জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে ১০মিনিটের মধ্যে ডুবে থাকা ২ জনের লাশ উদ্ধার করে। এসময় লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। খবর শুনে শত শত মানুষ নদীর পাড়ে জড়ো হয়। ঘটনাস্থলে রামচন্দ্রকুড়া বিজিবির টহল দল উপস্থিত ছিল।নিহতের চাচা ও মামা সোহরাব উদ্দিন বলেন, আমার ভাইয়ের ছেলে ইফতাখারুল ও বোনের ছেলে সাজিত। ওরাসহ ১২জন বেড়াতে পানিহাটা এসেছিল। নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুইজন নদীর পানিতে ডুবে যায়। পরে ডুবুরী দল এসে তাদের লাশ উদ্ধার করেছে বলে কান্নায় ভেঙে পড়েন।জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো.আবু বক্কর সিদ্দিক বলেন, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরী দলের সদস্য পানিতে ডুবে থাকা ২ জনের লাশ উদ্ধার করেছে।এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।