1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

নাশকতার চেষ্টায় কুড়িগ্রামে আরও ২০ জন গ্রেফতার

Jahid khan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর আগে প্রথম ধাপে ১৩ জনকে গ্রেফতারের পর গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ধাপে এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত এ অভিযানে নাশকতার পরিকল্পনাকারী, অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত এবং সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত দুই দফায় মোট ৩৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মোঃ আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজির হোসেন (৪২), ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৬২), রাবাইতারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (৫২), রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন মণ্ডল (৫৪), ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের সহসভাপতি মোঃ আব্দুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল আমিন হোসেন (৩৯), কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ রেজাউল করিম রতন (৪৫), নাগেশ্বরী পৌর যুবলীগের সভাপতি মোঃ আঃ জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫০), জেলা যুবলীগের সদস্য মোঃ রানু (৩৩) এবং চিলমারীর রমনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছক্কু মেম্বার।
এছাড়াও উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা ও ভাঙচুরের প্রস্তুতিকালে আরও সাতজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সহসভাপতি রুদ্র, ছাত্রলীগ কর্মী আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগ নেতা ও “ব্রহ্মপুত্র ভাঙন থেকে হাতিয়া বাঁচাও কমিটির” সভাপতি বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক মোঃ রাজু মিয়া।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন—
“তথাকথিত লকডাউনের সুযোগে নাশকতার চেষ্টা রুখতে কুড়িগ্রাম জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com