ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রওশন মিয়া(৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে(২৮শে ফেব্রুয়ারি)রওশন মিয়ার মৃত্যু হয়। নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরে ছেলে।রওশন আলী সাত সন্তানের জনক। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে উড়িয়াইল নামক স্থানে রওশন আলীর বাড়িতে ১০/১২জনের একটি ডাকাত দল ডাকাতির জন্য আক্রমণ করে। ডাকাত দল রওশন আলীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে ডাকাতরা রওশন আলির পরিবারের সদস্যদের বেধে ফেলে।
এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।হামলায় রওশন আলী ও তার স্ত্রী আছমা বেগম আহত হন।
এ সময়ে রওশন আলী গুরুতর আহত হলে স্থানীয়রা রওশন মিয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।পরে সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে এবং পরে শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলীর মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম বলেন, আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ নিহত ব্যক্তির সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।