ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ৪টায় নাসিরনগর শহীদ মিনার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. খালেদ, সহ-সভাপতি মো. শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ (২), মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্লাহ, গোয়ালনগরের সাবেক চেয়ারম্যান হাজী তারেক মিয়া এবং পাঁচবারের নির্বাচিত মেম্বার মো. আজদু মিয়া। এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, নবীন দল, শ্রমিক দল, ছাত্রদলসহ ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের করণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, এই আয়োজন দলীয় ঐক্যকে আরও দৃঢ় করবে এবং সামনে বিএনপির আন্দোলন-সংগ্রামকে তীব্রতর করবে। আয়োজক নেতৃবৃন্দ জানান, ঈদ পুনর্মিলনী শুধু উৎসবের আয়োজন নয়, বরং এটি দলীয় সংহতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।