রামু কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী নাপিতের চর এলাকার নাইক্ষ্যংছড়ি খালে মিললো বিবিশন বড়ুয়ার লাশ।
শনিবার (১২জুলাই) সকালে একটা মৃতদেহ ভাসতে দেখতে পায় স্হানীয়রা। পরে লোকজন তাৎক্ষণিকভাবে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে বিষটি অবগত করেন।
স্হানীয় সূত্রে জানায়– নাইক্ষ্যংছড়ি উপজেলা
সদর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা বিবিশন বড়ুয়া (৫৫) গত তিন দিন আগে নিখোঁজ হয়।
তার পরিবার ও আত্মীয় – স্বজন অনেক খোজাখুজির পরে ও তার সন্ধান মিলেনি।
শনিবার রামু উপজেলার কচ্ছপিয়া তুলাতুলি নাপিতের চর খালে একটা অজ্ঞাত মরদেহ ভেসে আসার খবরে আত্নীয় –স্বজন ও প্রতিবেশী এসে বিবিশন বড়ুয়ার লাশ সনাক্ত করে। খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম গিয়ে মরদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এবং প্রয়োজনীয় কাগজপ্রত্র প্রস্তুত করে বিবিশন বড়ুয়ার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।