বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উপজেলার ৬ নং পাড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ২০ এপ্রিল রবিবার বিকেলে ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ নং পাড়ইল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছালেক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা চৌধুরী (বাদশা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা: মো:আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা শাখার বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনজুর রহমান,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা চৌধুরী তানভীর আহমেদ,যুবদল নেতা সালাউদ্দিন সিরাজী (পলাশ),বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক এইচ এম আসাদুজ্জামান সবুজ, উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান (মাসুদ) প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন সকল সহযোগী সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে।সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।