জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ সাম্য হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল । গত ১৪ মে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরীয়ার আলম সাম্য কে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।
মশাল মিছিল টি টিএসসি থেকে ৭.৩০ এ শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বর শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রদল নেতা কর্মী উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৩ দফা দাবিতে মশাল মিছিল করছেন।
দফা
১ শহীদ সাম্য হত্যাকাণ্ডের বিচার
২ নিরাপদ ক্যাম্পাস প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ
৩ নিরাপদ ক্যাম্পাস বিনির্মান
সাম্য হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ কথা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন ৫ আগস্টের পরবর্তী ৯ মাসে এই প্রশাসনের কাছে যতটা প্রত্যাশা ছিলো তার সবটাই ব্যর্থ হয়েছে। তারা বলেন প্রথমে অমর একুশে হলে তোফাজ্জল হত্যাকাণ্ড, আইন অনুষদের গাছে ঝুলন্ত লাশ, উত্তরায় শিক্ষার্থীদের বাসে হামলা, টিএসসির পাশে বেপরোয়া গাড়িতে শিক্ষার্থীর পা ভাঙ্গা, এছাড়া কলাভবনের একটি লিফটে বেশকিছু শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট আটকা পড়ে থাকে, জুলাইয়ের ঘৃণাস্তম্ব মুছে ফেলা, পহেলা বৈশাখে খুনি হাসিনার মটিভ পুড়িয়ে ফেলা, গত ১৪ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদ শাহরীয়ার আলম সাম্যকে ক্যাম্পাসেই নির্মমভাবে হত্যা করে। এছাড়া ২ দিন আগে ঢাকা মেডিকেল মোড়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা ধাওয়া করে। এই সবকিছুর বিবেচনায় বলা যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ প্রশাসন কোন ভাবেই তাদের ব্যর্থতার দায় এড়াতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের দাবি সাম্য হত্যার বিচার নিয়ে যাতে কোন তালবাহানা না হয়। দ্রুত সময়ে হত্যার ঘটনা সুষ্টু তদন্ত করে বিচার করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল-এর সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন আমরা সাম্যর বিচারের পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগই শুধু চাচ্ছি না যারা মব তৈরি করে সাম্যর হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে তাদেরও উপযুক্ত বিচারও শাস্তি চাই।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ সর্বশেষ বলা যায় সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করাই ছাত্রদলের প্রধান দাবি। যাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।