1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

,নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচন চাই- ডা.আব্দুল মোবিন

মোঃ মাহফুজ আলম মতলব (উত্তর প্রতিনিধি) চাঁদপুর :-
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
চাঁদপুর -২ আসনের ( মতলব উত্তর  ও মতলব দক্ষিণ উপজেলা) বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত এমপি পদ প্রার্থী ও কুমিল্লা মহানগর এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মবিন আজ রবিবার ২০ এপ্রিল ২০২৫, সকাল ৮ ঘটিকায় তাঁর  বাস ভবন হতে মোটর সাইকেল শোভাযাত্রা ও গণ সংযোগ করেন মতলব উত্তর উপজেলা বেড়িবাঁধ ঘুরে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন। এসয়ম জামায়াতে ইসলামী নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও স্লোগান দিতে থাকেন, আমিরাবাদ বাজার মসজিদে যুহরের সালাত আদায়ের পর সুজাতপুর, বাগানবাড়ী হয়ে ছেংগারচর বাজারে গনসংযোগের পর এ পথ সভা শেষ হয়।
বাগাবাড়ী পথসভায় এক সাংবাদিক প্রশ্ন করলে বীরমুক্তযোদ্ধা মোঃ আব্দুল মবিন বলেন –

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি নিশ্চিত হওয়ার পরেই নির্বাচনের দাবী জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন। তিনি আজ চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও  নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ তৈরি করে নির্বাচন দিতে হবে অন্যথায় বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের মাধ্যমে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।
এসময় মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির,
ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচএম রবিউল আলম, মতলব পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জসিম উদ্দিন প্রধান মতলব  পৌরসভার নেতাকর্মী সহ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজালাল মিয়া সহ মতলব উত্তর উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা শিবির সভাপতি মাহবুব সরকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com