টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন হতেয়া রেঞ্জের কালমেঘা বিটের ২৪ ২৫ অর্থবছরের সরকারি নিলাম কৃত টেন্ডারের আকাশমনি গাছ কর্তন করে পরিবেশ জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী নির্দেশ মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আকাশমনি গাছ নিষিদ্ধ ঘোষণার পর কালমেঘা বিট কর্মকর্তা আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় কালমেঘা বিটের উপকারভুগি জনাব মোঃ লাক্কু মিয়ার ২৩ নম্বর লটকৃত সরকারি জমিতে দেশীয় ফলস ও বনজ গাছ আমলক্ষী, চালটা, শাল,কাটা হিজল, দাঁড় মারা, বকুল, চিত্রাশি, নিম, বট,পলাশ,গামার,জলপাই,জারুল, কিশিয়ান, জাম,চন্দন গাছের চারা রোপণ করে সর্বপ্রথম কালমেঘা বিটে উদ্বোধন করা হয়। এ সময় এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।