তারাগঞ্জ ইকরচালী ইউনিয়নের বামনদিঘী কালেক্টর ইকো পার্কের সামনে আজ ভোর ৬ টার দিকে সৈয়দপুর থেকে ছেরে আসা রংপুর গামী একটি মাইক্রো বাস সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়, সরেজমিনে গিয়ে খোজ নিয়ে জানা যায় ৮ জন যাএী ও ড্রাইভার সহ মোট ৯ জন ঐ মাইক্রো বাসে ছিলো, মাইক্রোবাসের ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় কারো তেমন কোনো খয়খতি হয়নি, তবে মাইক্রোবাসটি অনেক খতি হয়েছে বলে জানা গেছে । মাইক্রোবাসের ড্রাইভার এর পরও মহান আল্লহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আল্লহর অশেষ রহমতে আমি ও আমার যাত্রী সবাই ভালো আছি এতে লাখো শুকরিয়া আদায় করছি।