নওগাঁর নিয়ামতপুরে লীজকৃত পুকুরে মাছ মারা নিয়ে বিরোধের জেরে বাড়ির একমাত্র যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করেছে প্রতিপ। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে। মৃত আবু তাহেরের ছেলে ক্বারী মোঃ মোখলেছুর রহমানের বাড়ীর একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্বারী মোঃ মোখলেছুর রহমান বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষিপুর আরজিকাশিপাড়া মৎস্যচাষী সমবায় সমিতির নামে লক্ষিপুর মৌজার সরকারী খাসপুকুর লীজ গ্রহন করে মাছ চাষ করে আসছে। সেই লীজকৃত পুকুরে একই গ্রামের মৃত-খাইরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, মৃত- আব্দুল জলিলের ছেলে সহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, রবিউল ইসলামের স্ত্রী রুমি বেগম, মৃত- খাইরুল ইসলামের স্ত্রী অবেলা বেগমসহ ১০/১২ জন জোরপূর্বক মাছ মেরে নেয়। এতে ক্বারী মোঃ মোখলেছুর রহমানের ছেলে মাহফুজ বাদী হয়ে গত ২২ মার্চ ২০২৫ উক্ত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। এতে ক্ষুদ্ধ হয়ে মোখলেছুর রহমানের বাড়ীতে যাওয়ার একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে পুকুর এবং মসজিদেও গ্রামবাসীরা যায় সেই রাস্তায় জোরপূর্বক বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
মোখলেছুর রহমান বলেন, আমার ছেলে মাছ মারার মামলা করায় আমাদের বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। আমি থানায় মৌখিক অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে সেই বেড়া তুলে দেয়। পুলিশ চলে গেলে তারা আবারও জোরপূর্বক বেড়া দেয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।