নওগাঁর নিয়ামতপুরে ভূয়া রূপালী সমবায় সমিতির নাম ব্যবহার করে আতাউর রহমানের বিরুদ্ধে পুকুর লীজ নেওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেসকাবের হলরুমে ভুক্তভোগী হোসেন আলী সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেন আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন নিয়ামতপুর উপজেলার মিরাপাড়া মৌজার খাস খতিয়ানের দাগ নং ০৮, জেএলনং ২৮৯, পুকুরের পরিমাণ ১. ৮৮। আতাউর রহমান বেআইনি ভাবে জোরপূর্বক মতার আাদিপত্য বিস্তার করে সুকৌশলে ভূয়া রূপালী মৎস্য চাষী সমবায় সমিতির নাম ব্যবহার করে উক্ত পুকুরটি লীজ গ্রহন করে। খোঁজ নিয়ে জানা যায় উক্ত সমিতির কোন অস্তিত্ব নেই। ভূয়া সমিতির নাম ব্যবহার করে স্বৈরাচার সরকারের খাদ্যমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদের আস্থাভাজন লোক হওয়ায় মতার দাপট দেখিয়ে পুকুরটি লীজ গ্রহন করে। তিনি আরো বলেন, এই আতাউর রহমান ২০/৩০টি পুকুর তার নিজ দখলে রেখেছে। ভুক্তভোগী হোসেন আলী বলেন, আমি সংবাদ সম্মেলনে মাধ্যমে উক্ত লীজকৃত পুকুরটি উদ্ধার করে প্রকৃত সমিতির মাধ্যমে পুকুরটি লিজ প্রদানে প্রশাসনের নিকট অনুরোধ করছি। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনগত পদপে নেওয়া হবে।