বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সারাদেশে “জাতীয় আইনগত সহায়তা দিবস২০২৫” পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২০১৩ সাল থেকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হয়ে আসছে। এদিকে, দিবসটি উপলক্ষে আজ সকালে নীলফামারী জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে, জজ আদালত চত্বরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো.আবুল মনসুর মিঞা। তিনি সহ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ২ নীলফামারী,বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী,জেলা প্রশাসক নীলফামারী,সিভিল সার্জন নীলফামারী,পুলিশ সুপার নীলফামারী, আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং জিপি মহোদয়। এ বছরে সেরা প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজ্ঞ আইনজীবী জনাব মোঃ আনোয়ার হোসেন। এ পর্যায়ে তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আবুল মনসুর মিঞা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর পাশাপাশি দিন ব্যাপী কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও হেলথ চেকআপ এর মধ্য দিয়ে পালিত হচ্ছে “জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫