বৈশ্বিক সমস্যার কারনে বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো তেল সমস্যা, কয়েক দফায় বৃদ্ধি পাওয়া তেলের দামের সমস্যা সমাধানে এবং দেশের সরিষার উৎপাদনে অর্থনৈতিকে অন্যতম ভূমিকায় থাকতে পারে এবার নীলফামারীর কৃষকেরা।
নীলফামারীর ছয় উপজেলায় সরিষার জমির পরিমাণ হলোঃ নীলফামারী সদরে তিন হাজার ৮৫০ হেক্টর, সৈয়দপুরে ৪৮২ হেক্টর, ডোমারে ৯৬৫, ডিমলায় এক হাজার ২৬২ হেক্টর, জলঢাকায় এক হাজার ২৬৮ হেক্টর ও কিশোরগঞ্জ উপজেলায় ৮৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে এবার সরিষার চাষে ও দেশের ভৈজ্য তৈলের চাহিদা মিটাতে উল্লেখযোগ্য হারে ভূমিকায় থাকবে নীলফামারীর কৃষকরা।সরিষা চাষি আফসার আলি ভোরের বাণীকে জানায় “সার ও বীজের দাম কিছুটা বেসি হলেও ফলন অনেক ভালো হয়েছে,ন্যায্য মূল্য পেলে লাভবান হতে পারবো আমারা”।