নিবাচন বিলম্বের পিছনে ষড়যন্ত্র হচ্ছে-তাই
‘নুন্যতম সংস্কার করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন বিলম্বের পিছনে ষড়যন্ত্র হচ্ছে। নেতৃত্ব ছাড়া দেশ ভালো থাকতে পারে না। সুতরাং জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। একটি দেশ অনিশ্চয়তার মধ্যে এভাবে থাকতে পারেনা।’
২১ মে (বুধবার) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে,
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বি এন পি’র সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেছেন ।
এ সময় তিনি আরো বলেন, এ সরকার ভালো ভাবে দেশ চালাতে পারছেন না। এটা প্রমাণিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, দেশের সব অফিস-আদালত নিয়ন্ত্রনহীন দুর্নীতিতে ভরে গেছে। আন্তর্জাতিক ভাবে নানান ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তে গুলি করে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। এখনও তিস্তার পানির সমস্যারন কোন রকম সমাধান হচ্ছে না। আর মানবিক কড়িডোর দেওয়ার চিন্তার করতেছেন। বন্দর বেসরকারি খাতে দিতে চিন্তা করছেন- এসব আপনাদের দায়িত্ব না। এসব করবে নির্বাচিত সরকার। আমরা চাইনা এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নির্বাচন আদায় করতে।’
পাটগ্রামের শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আফজাল হোসেন , যগ্ন- সাধারণ সম্পাদক এম কে এম মমিনল হক, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও সহ সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলামসহ জেলা, উপজেলা এবং পৌর শাখা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে পাটগ্রাম উপজেলা শাখা বিএনপির কমিটি গঠনে ভোট গ্রহণের প্রস্তুতি চলছিলো।