৭ জুলাই, সোমবার বিকাল ৩ঃ৩০ মিনিটে পিরোজপুরের নেছারাবাদ থানার উদ্যোগে তৃনা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় ‘ওপেন হাউজ ডে’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি সাবিহা মেহবুবা, সহকারী পুলিশ সুপার,নেছারাবাদ সার্কেল,পিরোজপুর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ,বাল্যবিবাহ ও ইভটিজিং পতিরোধে ‘ ওপেন হাউজ ডে’ পুলিশ বিভাগ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান। যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারেন। এটি একটি উন্মুক্ত আলোচনা চক্র, যেখানে জনগণ পুলিশের সেবা সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা জানাতে পারেন এবং পুলিশের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান পেতে পারেন।
উক্ত অনুষ্ঠানে নেছারাবাদের বিভিন্ন ইউনিয়ন থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তপু রায়হান বলেন রাতে তার বিদ্যালয়ের আশেপাশে মাদক সেবীদের আনাগোনার কথা এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশা রাখেন। রফিকুল ইসলাম বলেন মাদকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে অনেকের মাদক ব্যবসার কথা জানলেও বলতে পারিনা, তাদের হাত এতো লম্বা এক্ষেত্রে প্রাশাসনের সুদৃষ্টি কামনা করছি।
অনুষ্ঠানে বক্তারা মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনা করেন।