পিরোজপুরের নেছারাবাদে বিকাশের মাধ্যমে একটি দোকান থেকে সতেরো হাজার টাকা ও একটি মোবাইল ফোন প্রতারণা করে চুরির অভিযোগে মাহমুদুর রহমান মিরাজ (২৮) নামে এক যুবককে স্থানীয় জনতা বেঁধে আটক করে রেখেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) সকালে উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই যুবক উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরছাকাঠি গ্রামের মো. মিজানুর রহমান বাবুলের ছেলে। বাবুল মিয়া এলাকার কথিত ধনকুব হিসেবে সমধিক পরিচিত বলে জানা যায়।
বিকাশের ঐ দোকান মালিক মো. রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত দু’দিন পূর্বে আমার দোকানে এসে যুবকটি একটি নাম্বারে আমাকে সতেরো হাজার টাকা দিতে বলে,আমি তার দেয়া নাম্বারে টাকা পাঠাই। এসময় আমার দোকানে একটু কাস্টমারের চাপ থাকায় ওই যুবক ব্যস্ততার সুযোগ নিয়ে দোকান থেকে আমার একটি মোবাইল ফোন ও নগদ সতেরো হাজার টাকা নিয়ে কৌশলে সটকে পড়ে। অদ্য বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি কলেজ রোড থেকে দোকানে আসছিলাম, এ সময় তাকে চিনতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রেখেছি।
আটককৃত মিরাজ বলেন, আমি একটু অসুবিধায় আছি,তাই নিরুপায় হয়ে ওই দোকান থেকে ওইভাবে টাকা ও মোবাইল নিয়েছি।
আটককৃত ঐ যুবকের পিতার নাম্বারে ফোন দিয়ে ঘটনাটি জানালে তিনি বলেন, যার টাকা নিয়েছে সে ধরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিক আমি এর দায়ভার নিতে পারবোনা।