আজ বুধবার ২৩ জুলাই সকাল ১১:০০ ঘটিকায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালিত হয়।
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকমুক্ত সমাজ চাই”- এ স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ি সহ সকল শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন। কর্মসূচির শুরুতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মানববন্ধন শেষে বদ্ধভূমিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মৃধা, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নুর জামান, শামসুন্নাহার হালিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাইসুল আলম সহ অনেকে।