পিরোজপুরের নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম,শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক সহ অন্যান্যরা।
এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।
সভায় বক্তারা তাদের বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানান। এতে শিক্ষার্থীদের পড়াশুনায় উদ্বুদ্ধ করুন,উৎসাহ ও মনোযোগী করতে যথেষ্ট ভূমিকা পালন করবে, শিক্ষার্থীদের মাঝে প্রাণচঞ্চল্য ফিরে আসবে, প্রতিযোগিতা পূর্ণ মনোভাব বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে তারা দক্ষ যোগ্য হিসেবে গড়ে উঠবে সহায়ক ভূমিকা পালন করবে। অত্র দপ্তরকে এ ধরনের কার্যক্রম চলমান রাখতে এবং ব্যাপক পরিসরে এর কার্যক্রম বেগবান করার অনুরোধ জানানো হয়।