পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাঃ ঝুমা আক্তার ২০২৩ এসএসসি ফলাফলে উপজেলা শ্রেষ্টত্ব অর্জন করেছে।
মোঃ বাবুল বাহাদুর ও মোসাঃ মাহমুদা বেগম এর মেয়ে ঝুমা আক্তার। শত প্রতিকূলতার মধ্য থেকে তার এ সাফল্য এসেছে। মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ সহ উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করে। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক শেখ মোঃ সামসুল আলম আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং সম্মাননা স্মারক, সার্টিফিকেট হস্তান্তর করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) এর পুরস্কার বিতরণী সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজন ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযীয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক সহ অন্যান্যরা।