পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজার উপরে গত বুধবার (১২ মার্চ) রাতের অন্ধকারে দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীর ভাষ্যমতে, পিছন থেকে কয়েকজন দূর্বৃত্ত মিলে গজারি এবং লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় বেধম পেটায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথার বেশ কিছু অংশ ফেঁটে/কেঁটে যায়। ভুক্তভোগী জানায় মাগরিব নামাজ ছারছীনা দরবার শরীফে আদায় করে সন্ধ্যা নদী পাড় হয়ে তার নিজ বাড়ী সোহাগদল ইউনিয়নের বরছাকাঠীতে আসেন। সন্ধ্যার পরে বাসা থেকে বের হলে তার উপর ১০/১৫ জন মিলে এ হামলা চালায়। তিনি কয়েক জনের নাম উল্লেখ করেন তার মধ্যে মুবিন, রাব্বি, অপু, দুলাল রয়েছে। তার উপর যখন আক্রমন হয় পকেটে ১৯০০ টাকা, মোবাইল, চশমা ছিল যা তিনি পরবর্তী পাননি। হামলায় তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে কে বা কারা হাসপাতালে নিয়ে আসেন তা তিনি বলতে পারেননি। তিনি আরো অভিযোগ করেন তিনি ও তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। তিনি এখন বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যপারে ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। থানার ওসি মোঃ বনি আমিন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন বলে জানা যায়। ইতিমধ্যে মুবিন নামের এক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।