নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার পঞ্চবেকি এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পুল বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই পুলটির ওপর প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুলটির অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে।
পুলের রেলিং ভেঙে গেছে, অনেক স্থানে লোহার পাত ও বাঁশ দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে।
স্ল্যাবগুলো ফাটল ধরেছে, কিছু স্থানে কংক্রিট খসে পড়েছে।
ভারী যানবাহনের চলাচলে পুলটি দুলে ওঠে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।
শিশু ও বৃদ্ধদের জন্য চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
কৃষি পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হচ্ছে, এতে কৃষকদের আর্থিক ক্ষতি হচ্ছে।
শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই পুলটি পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, “কতবার যে আবেদন করেছি, কিছুই হয়নি। দুর্ঘটনা ঘটার আগে যেন কর্তৃপক্ষ উদ্যোগ নেয়।
নেছারাবাদ পঞ্চবেকি পুলটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি এলাকার মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পুলটি দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, অতিদ্রুত এই পুলটির পূর্ণ সংস্কার কাজ শুরু করা হোক।