নেত্রকোণার চুচুয়া সড়কে বর যাত্রীর বাস উল্টে একজন নিহত ও সাতজন আহত
হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
প্রকাশের সময় :
শনিবার, ১২ জুলাই, ২০২৫
৫২
বার পড়া হয়েছে
নেত্রকোণা সদর উপজেলায় সড়ক দূরঘটনায় চুচুয়া গ্রামে বর যাত্রীর একটি বাস উল্টে গিয়ে ভয়াবহ মমান্তিক দূরঘটনায় এক্সিড়েন্ট করে একজন নিহত ও সাত জন আহত হয়েছে। জানা যায়, আটপাড়ার থানায় বর যাত্রীর বাড়ী, পাত্রীর বাড়ী হল নেত্রকোণার বনগাওঁ।