1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা রাবিতে ‘বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ভূরুঙ্গামারীতে সরকার ঘোষিত মূল্যে মিলছে না গ্যাস সিলিন্ডার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি সম্পর্কে উদ্বুূ্দ্ধকরণ সভা রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী কাল এক মাসেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয়ের খোঁজ নেই বগুড়ায় দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল ও স্ত্রী লিপির সম্পত্তি ক্রোক ‎পদোন্নতি বঞ্চনার অভিযোগে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষকরা সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জলবায়ু উদ্বাস্তু কয়রার মানুষের বাঁচার দাবি

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার সদর থানার পল্লি বিদ্যুৎ এলাকায় ১৯/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯ টার সময় এক মর্মান্তিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান (৬২)।দুর্বৃত্তদের ইটের আঘাতে তার মুখমণ্ডল গুরুতরভাবে রক্তাক্ত ও জখম হয়েছে এবং এর ফলে তিনি তার সামনের একটি দাঁত হারিয়েছেন। তিনি বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মো. সিদ্দিকুর রহমান তার অভিযোগে জানিয়েছেন, প্রতিবেশী মোছা| পারভীন আক্তার সহ বেশ কয়েকজন তাকে অতর্কিতে আক্রমণ করে। হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, আকস্মিকভাবে আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা আমাকে ইটের বাড়ি আমার মুখে লাগিয়ে দেয়, যার ফলে আমার সামনের একটি দাঁত পড়ে যায় এবং আমি গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হই। একজন প্রবীণ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর এমন ভয়াবহ এবং নৃশংস হামলা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, যেখানে একজন সাবেক পুলিশ কর্মকর্তা এমন নির্মম হামলার শিকার হতে পারেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বর্বরোচিত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পুলিশ প্রশাসনকে প্রমাণ করতে হবে যে, আইনের চোখে সবাই সমান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রতি সুবিচার নিশ্চিত করা হলে তা বাহিনী ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান আরও দৃঢ় করবে। জনগণের প্রত্যাশা, পুলিশ প্রশাসন এই মামলার দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের কঠোর হাতে দমন করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com