1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানিগঞ্জে ছাত্রদলের উদ্যেগে দোয়াও আলোচনা সভা সম্পন্ন রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহদের হয়রানি করার অভিযোগ লন্ডন থেকে ফেরার পরে আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেএীবৃন্দ গাইবান্ধা -২ এর সাবেক এমপি সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার নিয়ামতপুরে ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ যশোরের আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র প্রতারণা মামলায় পলাশের সাজা লালমোহনে অবৈধ পৌর টোল আদায়ের প্রতিবাদে অটোচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছয় দফা দাবিতে মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক শিক্ষার্থীদের সাড়ে ৫ ঘণ্টা অবরোধ জমির জন্য চাচাকে হত্যার চেষ্টা দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ আটকা পড়েছে ঢাকা গামী ৩ টি ট্রেন

নেত্রকোনায় ধর্ষণ চেষ্টা করায় যুবকের পুরুষাঙ্গ কাটলো তরুণী

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বন্ধুর সাথে তরুণীকে ধর্ষণ করতে গিয়ে পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটেছে ভিকটিম তরুণী। এ ঘটনায় স্থানীয় জনতা তরুণীকে আটক করে তার বক্তব্য ভিডিওসহ ধারণ করে। রবিবার (৭ এপ্রিল) বিকেলে নেত্র কোনার পুর্বধলা উপজেলার রাজধলা বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে ধর্ষণের চেষ্টাকালে এ ঘটনা ঘটে। পরে রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে সকলেই জানতে পারে। পুরুষাঙ্গ কর্তনের শিকার পারভেজ হোসেন উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের মান্নাফ মিয়ার ছেলে। তরুণী অপর একটি গ্রামের রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, পারভেজের বন্ধু স্থানীয় জাহিদ নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। আজ রবিবার প্রেমিকের সঙ্গে দেখা করতে বিকেল চারটার দিকে রাজধলা বিলপাড়ে আসেন ওই তরুণী। এসময় প্রেমিক জাহিদ ফোন করে তার বন্ধু পারভেজকে নিয়ে আসে। এরপর দুজন মিলে তরুণীকে কৌশলে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। প্রথমেই পারভেজ এ কাজ করতে গেলে তরুণীর সাথে ব্যাগে থাকা ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করে। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। চিৎকার শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ প্রেরণ করে। এ সময় স্থানীয়রা ওই তরুণীকে আটক করে ভিডিও ধারণ করে মারাত্মক হেনস্থা করে। পরে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। কিন্তু তরুণীর ভিডিও নাম ঠিকানাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পুরুষাঙ্গ কাটা যুবক মমেক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার তরুণী জানান, তাকে জো রপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ব্যাগে থাকা ব্লাড দিয়ে সে আঘাত করে। এরপর তাকেই আবার ধর্ষকের পক্ষ নিয়ে হেনস্থা করে। তিনি মনে করেন প্রতিটি মেয়ের নিজের সেফটি নিয়ে চলা উচিৎ। কারণ এসব ঘটনার বিচার হচ্ছে না। এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com