নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, সবজি খেতসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর তথ্যমতে, উপজেলায় মোট ১ হাজার ৬৩০ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। যার মধ্যে সবজি চাষে ক্ষতি হয়েছে ৪৫০ জন কৃষকের। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১৫০ হেক্টর জমির বোরো ধান এবং ১ হাজার হেক্টর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। উপজেলায় মোট ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবদ করা হয়। এই শিলাবৃষ্টিতে সবজি চাষে ক্ষতি হয়েছে ২৫ হেক্টর জমিতে।
গত শুক্রবার রাত পোনে ২টার দিকে কলমাকান্দা উপজেলায় ভারী বৃষ্টি হয়। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও ছিল। শিলাবৃষ্টিতে উপজেলার লেংগুরা ও খারনৈ এ দুইটি ইউনিয়নের বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে গোড়াগাঁও, খারনৈ, বাউসাম, চৈতানগর, উত্তর রাণীগাও, গোবিন্দপুর ও সুন্দরীঘাটসহ ২৩টি গ্রামে সরেজমিন দেখা যায় এসব ক্ষয়ক্ষতির চিত্র।
লেংগুরা ইউনিয়নের চৈতানগর গ্রামের কৃষক আব্দুল্লাহ বলেন, শুক্রবার রাতে ঝড় ও ভারী বর্ষণ হয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি থাকায় হাওরে ধানের কাঁচা শিষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি চার একর জমিতে বোরো ধান রোপণ করেছিলেন। তিন’দিনের মধ্যে পাকা ধান ঘরে তুলার স্বপ্ন দেখছিলেন তিনি। শিলাবৃষ্টিতে তার ক্ষতি হয়েছে। দুই একর জমিতে তিনি অর্ধেক ধানও আর পাবেন না।