নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের খালের পাশে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া ওই গ্রামের সজলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রমতে, রাতে মাছ ধরার জন্য খালে পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।