নেত্রকোনার অভ্যন্তরীণ সড়কে গভীর রাতে দুই সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৯) রাত সাড়ে ১১ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কের বারহাট্টা উপজেলার ব্র্যাক অফিসের সামনে স্বল্প দশাল গ্রামে। এ ঘটনায় দুই সিএনজির নারীসহ মোট আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুই সিএনজিতে মোট ১০ জন যাত্রী ছিলেন। নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার জালাল মিয়ার ছেলে। বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে বারহাট্টা থেকে ৫ জন যাত্রী নিয়ে মোফাজ্জলের সিএনজি অটোরিকশা নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে নেত্রকোনা থেকে ৫ যাত্রী নিয়ে যাওয়া বিপরীতমুখী দুই সিএনজি বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বারহাট্টা থেকে ছেড়ে যাওয়া সিএনজির চালক মোফাজ্জল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আট যাত্রী আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে দ্রæত উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসাতালে পাঠালে ছয়জনের অবস্থা বেশি সঙ্কটাপন্ন হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি সিএনজি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।