নোয়াখালীতে নিজের ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে ভুক্তভোগী নারী তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় অভিযুক্ত শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নিজে থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।